July 27, 2024, 12:51 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কোম্পানীর চেক ও নগদ প্রায় ২লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে- গত ১৭ অক্টোবর সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অফিসের কাজ শেষে মাধবপুর থেকে তাজ গাড়িতে  শায়েস্তাগঞ্জে এসে  হবিগঞ্জ বিরতি  (ঢাকা মেট্র-ব ১১-৮৪৮৭)  গাড়িতে শ্রীমংগলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার পাশের সিটে হামদদ নামীয় প্রতিস্টানের ওষদ নিয়ে অপরিচিত একজন বসে পড়ে ও তার পেচনের সিটে এক হকার বসে। পাশের সিটে বসা হামদর্দ ওষদ বিক্রেতা তার ওষদ এর ব্যাগ থেকে মোস্তফাকে একটি চকলেট খাওয়ার জন্য বললে সে না খেয়ে চকলেট ফিরেয়ে দেয়। এ সময় ঐ হামদর্দ ওষদ বিক্রেতা তাকে আবারও খাবার জন্য বললে সে পুনরায় খেতে অস্বীকার করলে তার নাক ও মুখের কাছে নিয়ে ঘষা মারার চেষ্টা করে। এর ১০থেকে ১৫ মিনিটের মধ্যে মোস্তফা  গাড়ীতেই অজ্ঞান হয়ে পড়ে এবং গাড়ীর ড্রাইভার তাকে অজ্ঞান অবস্থায় মৌলভীবাজার বাস কাউন্টারে নামিয়ে দেয়। মৌলভীবাজার হবিগঞ্জ বাস কাউন্টার ম্যানেজার বিষয়টি মোস্তফার অভিবাবককে জানালে তার পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ব্যপারে জানতে চাইলে সিম্পনি মোবাইল কোম্পানীর জেলা ম্যানেজার মারজান আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নগদ ১লক্ষ ৬১ হাজার টাকা চিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় কোম্পানীর পক্ষ থেকে সাধারন ডায়রী করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর