July 12, 2025, 7:32 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কোম্পানীর চেক ও নগদ প্রায় ২লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে- গত ১৭ অক্টোবর সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অফিসের কাজ শেষে মাধবপুর থেকে তাজ গাড়িতে  শায়েস্তাগঞ্জে এসে  হবিগঞ্জ বিরতি  (ঢাকা মেট্র-ব ১১-৮৪৮৭)  গাড়িতে শ্রীমংগলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার পাশের সিটে হামদদ নামীয় প্রতিস্টানের ওষদ নিয়ে অপরিচিত একজন বসে পড়ে ও তার পেচনের সিটে এক হকার বসে। পাশের সিটে বসা হামদর্দ ওষদ বিক্রেতা তার ওষদ এর ব্যাগ থেকে মোস্তফাকে একটি চকলেট খাওয়ার জন্য বললে সে না খেয়ে চকলেট ফিরেয়ে দেয়। এ সময় ঐ হামদর্দ ওষদ বিক্রেতা তাকে আবারও খাবার জন্য বললে সে পুনরায় খেতে অস্বীকার করলে তার নাক ও মুখের কাছে নিয়ে ঘষা মারার চেষ্টা করে। এর ১০থেকে ১৫ মিনিটের মধ্যে মোস্তফা  গাড়ীতেই অজ্ঞান হয়ে পড়ে এবং গাড়ীর ড্রাইভার তাকে অজ্ঞান অবস্থায় মৌলভীবাজার বাস কাউন্টারে নামিয়ে দেয়। মৌলভীবাজার হবিগঞ্জ বাস কাউন্টার ম্যানেজার বিষয়টি মোস্তফার অভিবাবককে জানালে তার পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ব্যপারে জানতে চাইলে সিম্পনি মোবাইল কোম্পানীর জেলা ম্যানেজার মারজান আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নগদ ১লক্ষ ৬১ হাজার টাকা চিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় কোম্পানীর পক্ষ থেকে সাধারন ডায়রী করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর