December 26, 2024, 6:31 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কোম্পানীর চেক ও নগদ প্রায় ২লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে- গত ১৭ অক্টোবর সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অফিসের কাজ শেষে মাধবপুর থেকে তাজ গাড়িতে  শায়েস্তাগঞ্জে এসে  হবিগঞ্জ বিরতি  (ঢাকা মেট্র-ব ১১-৮৪৮৭)  গাড়িতে শ্রীমংগলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার পাশের সিটে হামদদ নামীয় প্রতিস্টানের ওষদ নিয়ে অপরিচিত একজন বসে পড়ে ও তার পেচনের সিটে এক হকার বসে। পাশের সিটে বসা হামদর্দ ওষদ বিক্রেতা তার ওষদ এর ব্যাগ থেকে মোস্তফাকে একটি চকলেট খাওয়ার জন্য বললে সে না খেয়ে চকলেট ফিরেয়ে দেয়। এ সময় ঐ হামদর্দ ওষদ বিক্রেতা তাকে আবারও খাবার জন্য বললে সে পুনরায় খেতে অস্বীকার করলে তার নাক ও মুখের কাছে নিয়ে ঘষা মারার চেষ্টা করে। এর ১০থেকে ১৫ মিনিটের মধ্যে মোস্তফা  গাড়ীতেই অজ্ঞান হয়ে পড়ে এবং গাড়ীর ড্রাইভার তাকে অজ্ঞান অবস্থায় মৌলভীবাজার বাস কাউন্টারে নামিয়ে দেয়। মৌলভীবাজার হবিগঞ্জ বাস কাউন্টার ম্যানেজার বিষয়টি মোস্তফার অভিবাবককে জানালে তার পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ব্যপারে জানতে চাইলে সিম্পনি মোবাইল কোম্পানীর জেলা ম্যানেজার মারজান আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নগদ ১লক্ষ ৬১ হাজার টাকা চিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় কোম্পানীর পক্ষ থেকে সাধারন ডায়রী করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর