December 23, 2024, 6:33 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

পাকিস্তানে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে প্রযুক্তি

পাকিস্তানে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে প্রযুক্তি
ডিটেকটিভ নিউজ ডেস্ক

পাকিস্তানে কমবয়সীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে প্রযুক্তি, বিশেষত সমকামী পুরুষ আর পুরুষ যৌনকর্মীদের মধ্যে- বিশেষজ্ঞরা এমন সতর্কবার্তা প্রকাশ করেছেন।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, মোবাইল অ্যাপ আর সামাজিক মাধ্যমগুলো ‘রণশীল’ দেশটিতে সামাজিক যোগাযোগে নতুন পন্থা খুলে দিয়েছে। স্মার্টফোনগুলো যৌন স্বাধীনতার নতুন মাত্রা যোগ করেছে ও দূর থেকেই সঙ্গীদের সঙ্গে যোগাযোগের উপায় সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয় ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদনে।

পাকিস্তানের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম-এর এক জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সোফিয়া ফুরকান বলেন, “পাকিস্তানে, কমদামি গ্যাজেটগুলোর সহজলভ্যতা আর প্রযুক্তির উন্নতির কারণে ডেটিং অ্যাপগুলোতে প্রবেশ সহজ হয়ে যাওয়ায় কিশোর আর পুরুষদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়েছে।”

শেষ ১০ বছরে পাকিস্তানে এইচআইভি আক্রান্তের হার অনেক বেশি বেড়ে গেছে। ২০০৫ সালে দেশটিতে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল ৮,৩৬০ জন। তা বেড়ে ২০১৫ সালে হয়েছে ৪৬ হাজার, বৃদ্ধিটা ১৭.৬ শতাংশ। সর্বশেষ জরিপ অনুযায়ী যেখানে বিশ্বব্যাপী এই বৃদ্ধির হার ২.২ শতাংশ।

পাকিস্তানে এইচআইভি আক্রান্তদের নিয়ে একটি জরিপে সহায়তা করেছেন ফুরকান। এতে বলা হয়, জরিপে অংশ নেওয়াদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ জানিয়েছেন তারা মোবাইল অ্যাপ ব্যবহার করে যৌনসঙ্গী খুঁজে নিয়েছেন।

ফুরকান বলেন, “জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সমকামী পুরুষদের মাত্র ৮.৬ শতাংশ সুরা ব্যবস্থা ব্যবহার করার কথা জানিয়েছেন।”
ডেটিং অ্যাপগুলো যৌনবাহিত রোগ বাড়াতে পারে বলে মত দিয়েছেন যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও, বলা হয় প্রতিবেদনে।

Share Button

     এ জাতীয় আরো খবর