সরকারবিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জাফরুল্লাহর
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সরকারবিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থক পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) এখন নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন দেখছেন। তাকে বলতে চাই, দেশে আটক ১০ হাজারেও বেশি রাজবন্দিকে মুক্ত না করা হলে ওঁর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। বিএনপির জোটসঙ্গী দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের সন্ধান দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন জাফরুল্লাহ। রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়ে প্রধানমন্ত্রীর সোচ্চার হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশেও যে কোনো কারণ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের গুম করা হচ্ছে, তাও মানবতাবিরোধী অপরাধ। তিনি যখন জাতিসংঘে রোহিঙ্গা নির্যাতন নিয়ে ভাষণ দিচ্ছেলেন, তখন ওঁর মনে কি উঁকি দিয়েছিল দেশের ভিতরে গুম হওয়ায় হাজার হাজার রাজবন্দির কথা? কল্যাণ পার্টির নেতা আমিনুরকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নয়ত ভারতীয় গোয়েন্দা সংস্থা‘র’ গুম করেছে দাবি করেতাকে দ্রুত উদ্ধারের দাবি জানান জাফরুল্লাহ। মানববন্ধনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহীমওছিলেন।