July 15, 2025, 11:57 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগে প্রার্থী হাফ ডজন, বিএনপিতে একজন

বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগে প্রার্থী হাফ ডজন, বিএনপিতে একজন
আরিফুর রহমান


আসন্ন বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছে প্রায় হাফ ডজন প্রার্থী। তাদের মাঝে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর সদস্য ও বকশিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি শাহীনা বেগম । এছাড়াও প্রচারনা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বিজয়। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ সাহেব (মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামীলীগ বকশিগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি) এর ছেলে। তিনিও এলাকায় বেশ জনপ্রিয়। আরও আছেন পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সওদাগর। এছাড়াও সাবেক সরকার থেকে স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান মৃত আমজাদ হোসেন তালুকদার এর ছেলে মোঃ আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর। উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি ইসমাইল হোসেন তালুকদার এর নামও শোনা যাচ্ছে। অপরদিকে বি এন পির প্রার্থী হিসেবে বর্তমান বকশিগঞ্জ উপজেলা বি এন পির আহ্বায়ক ফকরুজ্জামান মতিন এর নাম শোনা যাচ্ছে।
আগামি সংসদ নির্বাচন এর আগে পৌরসভা নির্বাচনকে অনেকেই প্রস্তুতি হিসেবে দেখছেন।  তাই এবার প্রার্থী মনোনয়ন এর ক্ষেত্রে আওয়ামীলীগ যদি সঠিক প্রার্থিকে মনোনীত না করতে পারে তাহলে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারনে কিছুটা বাড়তি সুবিধা নিতে পারে বি এন পি।  নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তারে সবাই মাঠে নেমে পড়েছেন। এলাকাবাসী সুত্রে জানা গেছে বিভিন্ন প্রার্থীর দোষ গুন সম্পর্কে। আওয়ামীলীগ এর প্রার্থীদের মাঝে জনগণের নিকট গ্রহণযোগ্যতা অর্জন করেছে বেশি সাইফুল ইসলাম বিজয়। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন আমাকে আমি যোগ্য তাহলে মনোনয়ন দিলে নির্বাচন করব। হাইকমান্ডের নির্দেশ এর বাইরে নির্বাচন করার ইচ্ছে আমার নেই। তবে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন এর আগে আমাদের সামনে এই চ্যালেঞ্জ তাই আমরা নৌকার প্রতিককে এই পৌরসভায় বিজয়ী করবই। আরও প্রতিবেদন দেখতে পারবেন আমাদের পরবর্তী সংখ্য্য। চোখ রাখুন প্রাইভেট ডিটেক্টিভে।

Share Button

     এ জাতীয় আরো খবর