চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে মইজ্যারটেক এলাকায় এই তল্লাশি চালায় র্যাব। গ্রেফতার হওয়া দুজন হলেন, ঢাকার সহিদ মজুমদার শান্ত (৩২) এবং সিরাজগঞ্জের আবদুল আওয়াল প্রামাণিক (৩৮)। র্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, দুজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছিলেন। চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসে তল্লাশির সময় দুজনের কাছে ১৬০০ পিস পাওয়া যায়। এরপর তাদের দেখানো মতে বাসের ভেতর থেকে আরও ৮ হাজার ৪০০ পিস পাওয়া গেছে। দুজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মিমতানুর।