October 14, 2024, 3:15 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

তাহিরপুরে ১৯ নভেম্বর অনুষ্টিত হবে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
“নিলাদ্রী নয় শহীদ সিরাজ লেক হবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৯ নভেম্বর  রাতে অনুষ্টিত হতে যাচ্ছে হানিফ সংকেতের পরিচালনায় দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ধারন করবে মেঘালয়ের পাদদেশ টেকেরঘাটের শহীদ সিরাজ লেকের পাড়ে।কিছু অতি উৎসাহী ব্যাক্তি সিরাজ লেক বাদ দিয়ে নিলাদ্রী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন বিষয়টি দুঃখ জনক।মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষনা কেন্দ্রের পক্ষ থেকে অাজ টেকেরঘাট গিয়ে  ইত্যাদিকে লিখিত অবহিত করেছি, তারা বিষয়টি অামলে নিয়েছেন ও ইত্যাদিতে শহীদ সিরাজ লেক বলে প্রচার করবেন বলে অাশ্বস্থ করেছেন বর্তমান দায়িত্ব প্রাপ্ত মামুন অাহমেদ!! উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৫ নং সেক্টরের টেকেরঘাট সাব-সেক্টরের হেডকোয়ার্টার ছিলো এই টেকেরঘাট। এখান থেকেই ভাটি অঞ্চলের অধিকাংশ অপারেশন পরিচালনা করতেন মুক্তিবাহিনীর যোদ্ধারা। টেকেরঘাট থেকে যুদ্ধে গিয়ে বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তাঁদের অনেকের লাশ  এখানে এনে দাফন করা হয়েছে।এদের মধে অন্যতম ছিলেন শহীদ সিরাজ বীরবিক্রম যিনি পার্শ্ববর্তী জামালগঞ্জ থানা মুক্ত করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন।  তাঁর প্রতি সম্মান জানিয়ে লাইম স্টোন কোয়ারির লেকের নামকরন করা হয়েছে ‘শহীদ সিরাজ লেক’। এই লেকের পাড়ে শহীদ সিরাজ সহ বহু শহীদের কবর। তাঁদের সকলের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনুরোধ এই লেককে ‘শহীদ সিরাজ লেক’ নামে অভিহিত করা হোক- অন্য কিছু নয়। উল্লেখ্য থাকা অাবশ্যক,,  জেলা প্রশাসন ও ইতিমধ্যে ‘শহীদ সিরাজ লেক’ ঘোষনা করেছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর