মুন্সীগঞ্জে বৃদ্ধ মাকে গলা কেটে হত্যা, বোনকে জখম
ডিটেকটিভ নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার থানা কাউন্সিল এলাকায় মাদকাসক্ত এক ছেলে ছুরি দিয়ে গলা কেটে তাঁর বৃদ্ধ মাকে (৭০) হত্যা করেছে। এ সময় ছোট বোনকেও কুপিয়ে জখম করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ মাদকাসক্ত ওই ছেলে মো. রতনকে (৩০) আটক করেছে। বাড়ির ভাড়াটিয়ারা জানান, রতনরা নিজেদের বাড়িতে থাকে। মা জাহানারা বেগম, চার ভাই ও এক বোন নিয়ে তাদের সংসার। এর মধ্যে বড় ছেলে রতন উগ্র স্বভাবের। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে। রতনের বোন আহত মনি (২৭) জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার পর নেশাগ্রস্ত অবস্থায় রতন বাসায় আসে। এ সময় মায়ের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রতন মাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। তিনি ঠেকাতে গেলে রতন তাঁর হাতেও কুপিয়ে জখম করে। তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে, মাকে হত্যার অভিযোগে বড় ভাই রতনকে (৩০) আসামি করে মামলা করেছেন ছোট ভাই স্বপন (২৮)। গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়।