রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ব্যবসায়ী আনিসুর রহমান আনিস (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিনগত মধ্য রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
নিহতের আত্মীয় ও মিরপুর ১৪নং ওয়ার্ড কমিশনার হুমায়ুন রশিদ জনি জানান, সোমবার দিনগত রাত ৯টার দিকে শেওড়াপাড়ার ইকবাল রোডে রুবেল ফার্মেসির সামনে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ব্যবসায়ী আনিসুর রহমান। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, সেখান থেকে নেয়া হয় শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে। পরে রাতেই সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের মাথা ও শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর জখম রয়েছে। একই তথ্য জানান, ঢামেক পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
অ্যাপোলো হাসপাতাল থেকে নিহত আনিসুর রহমান আনিসের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নেয়া হয়েছে।