October 7, 2024, 8:25 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

লালপুরে পদ্মা নদীর বামতীরে ধ্বস হুমকির মুখে গ্রামবাসি

লালপুরে পদ্মা নদীর বামতীরে ধ্বস হুমকির মুখে গ্রামবাসি
নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি


নাটোরের লালপুর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহমান প্রমত্তা পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ভাঙ্গন না থাকলেও নদীর বাম তীর রক্ষায় নির্মিত সিসি ব্লকের ধ্বসে নদী গর্ভে বিলীন হতে চলেছে। ফলে হুমকীর মুখে পড়েছে নদী তীরবর্তী নূরুল্লাপুর গ্রামের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী তীরবর্তী নুরুল্লাপুর আতাউরের আম তলা নামক স্থানে সিসি ব্লক নির্মিত তীর রক্ষা বাধে প্রায় ৩০০গজ ধ্বস নেমেছে। পানি বৃদ্ধি পাওয়ায় নুরুল্লাপুর পয়েন্টে ব্লক ধ্বসে যাওয়ার চিত্র দৃশ্যমান। নুরুল্লাপুর গ্রামের আমজাদ হোসেন (৭৫), সামির উদ্দিন (৭০), রেজাউল (৬০), আবু বক্কার (৪৬) আহাদ আলী মালিথা (৭৫) জানান, গত কয়েক বছর আগে নির্মিত এই ব্লক পানি বাড়ার সাথে সাথে ধ্বসে গেছে। দুদিন আগে ধ্বসের পরিমান প্রায় ১০০ গজ ছিল কিন্তু এখন তা প্রায় ৩০০ গজ ছাড়িয়ে গেছে। পানি কমতে থাকলে তা বিকট আকার ধারন করবে। ফলে উক্ত এলাকার বাসিন্দারা ভাঙ্গনের হুমকিতে রয়েছে।
স্থানীয় নূরুল্লাপুর গ্রামের বাসিন্দারা নদী ভাঙ্গন রক্ষায় বিশেষ দোয়া প্রার্থনা ও মিলাদ মাহাফিল করেছেন এবং স্থানীয়দের স্বেচ্ছা শ্রমে বাঁশ ও কাশফুল দিয়ে ভাঙ্গন রোধের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এব্যাপারে পানি উন্নায়ন বোর্ডসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের নাটোরের নির্বাহী প্রোকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, নুরুল্লাপুর পয়েন্টে ব্লক নদীগর্ভে ধ্বসের খবর শুনেছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন পানি উন্নায়ন বোর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর