গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গাজীপুরে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে; এ ঘটনায় প্রধান আসামির বাবাকে আটক করেছে পুলিশ। আটক আবদুল জলিল মিয়া জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের বাসিন্দা। শ্রীপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান, জলিলকে গত সোমবার ভোরে তার গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, ওই কিশোরী তাদের এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সিরামিক কারখানায় চাকরি করেন। জলিল মিয়ার ছেলে জুয়েল (২০) তাকে বিয়ের প্রলোভন দিয়ে দুই বছর ধরে ধর্ষণ করে আসছিল বলে শুনছি। সম্প্রতি জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় জুয়েল ও তার বাবার নামে ওই কিশোরীর বাবা মামলা করেন। এসআই আমিনুল বলেন, গত সোমবার ভোরে পুলিশ আসামিদের ধরার জন্য অভিযান চালায়। জুয়েল পালিয়ে গেলেও তার বাবা জলিলকে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। জুয়েলকে আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।