সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৩ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উপপরিদর্শক এমদাদুল হকসহ পুলিশ সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে নলতা ইউনিয়নের বাগ নলতা গ্রামে মৃত মিনহাজ উদ্দীন পাড়ের ছেলে বাবর আলীর বাড়ির সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাবর আলীর বাড়ির সামনে অবস্থিত ধান ক্ষেতে তিনটি বড় সয়াবিন তেলের ড্রাম ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরবর্তীতে ফেলে যাওয়া তিনটি ড্রাম থেকে ৩ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। থানার কর্মকর্তা ইনচার্জ লস্কর জায়াদুল হক আরও জানান, এই মাদক চোরাচালানের সাথে কারা সম্পৃক্ত আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং মাদক ব্যবসায়ীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।