যশোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ডিটেকটিভ নিউজ ডেস্ক
যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচার অমিত কুমার দে এ দণ্ডাদেশ দেন। আসামি রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিশেষ পিপি ইদ্রিস আলী জানান, অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের শহিদ আলীর ছেলে রফিকুল ইসলাম যৌতুকের দাবিতে ২০০৭ সালের ২০ মে তাঁর স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ গাছে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় পরের দিন নাজমার বাবা মতিয়ার রহমান মোড়ল অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা পেয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন ও এক লাখ টাকা জরিমানা করেন। রফিকুল ইসলাম পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আদেশ দেন আদালত।