January 4, 2025, 3:40 am

সংবাদ শিরোনাম
গৌরনদীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ শিবচরে স্থানীয় সালিশ-মীমাংসায় ন্যায় বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা কুড়িগ্রামের রাজারহা‌টে আওয়ামীলীগের সভাপতি আবুনুর গ্রেপ্তার আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না : ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজারে নাসির আহমদ শাহীন আমন্ত্রণমূলক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জের দৈনিক সময় পত্রিকার সম্পাদক সহ ২ জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর আদালতে মামলা সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন

সবাইকে সজাগ থাকার আহ্বান অশুভ শক্তির বিষয়ে প্রধানমন্ত্রী

মোঃ ইকবাল হাসান সরকারঃ

দেশে-বিদেশের সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে যাতে কোনো অশুভ শক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে নববর্ষ উদযাপন একটি সার্বজনীন উৎসব উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, এ উৎসব উদযাপনে যত বাধাই আসুক, বাঙালি কোনো বাধা মানে না। এ জাতি বাধা ভাঙতে জানে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশেই নববর্ষের অনুষ্ঠান হলেও ভাষাভিত্তিক রাষ্ট্র এই উপমহাদেশে শুধু বাংলাদেশ। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় জীবন চর্চা করি।

‘১৯৯২ সালে আমরা ১৪০০ বঙ্গাব্দকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করিছিলাম। কিন্তু সেখানে তৎকালীন খালেদা জিয়া সরকার বাধা দেয়। আমরা কবি সুফিয়া কামালকে নিয়ে সেসব বাধা উপেক্ষা করে রমনা পার্কে আয়োজিত অনুষ্ঠানে নতুন শতাব্দিকে স্মরণ করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা নববর্ষ উদযাপন করি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা চালু করা হয়েছে। প্রবাসীরাও নানা অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নেন।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর