ডিটেকটিভ নিউজ ডেস্ক
অবিলম্বে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার দাবি জনিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই দাবি জানান।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, বাসদ ঢাকা মহানগরের সদস্যসচিব জুলফিকার আলী, বাসদ নেতা আহসান হাবিব বুলবুল, ও খালেকুজ্জামান লিপন।
চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ যখন বন্যায় আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে, হাওরে ডুবে মানুষ সর্বশান্ত হয়ে আছে তখন চালের উর্ধ্বমূল্য কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে চালসহ দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি কমদামে রেশনের মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল ইত্যাদি সরবরাহের দাবি জানান।
চালের দাম বাড়ার জন্য দায়ী খাদ্যমন্ত্রীর দ্রুত অপসারণ দাবি করে বক্তারা বলেন, খাদ্যমন্ত্রী চালের জন্য বিভিন্ন দেশ ঘুরে বেড়ালেও চালের দাম কমছে না। নেতৃবৃন্দ বলেন, চালের দাম বাড়িয়ে মুনাফাখোররা সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে। চালের দাম বাড়ার কারণে আজ এর প্রভাব পড়েছে সব জায়গায়।
সমাবেশ থেকে একই দাবিতে পাড়ায়-মহল্লায় সভা, সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।