July 12, 2025, 7:29 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

কুলাউড়ায় বিজিবি‘র হাতে ২৪৫ বোতল ভারতীয় মদ আটক

কুলাউড়ায় বিজিবি‘র হাতে ২৪৫ বোতল ভারতীয় মদ আটক

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া এলাকা থেকে বিভিন্ন ব্রান্ডের ২৪৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আটককৃত মদগুলোর বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা। জানা যায়- ১৪ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মুরইছড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমানের নেত্বত্বে ১২ সদস্যের একটি দল পৃথিমপাশা ইউনিয়নের পূর্ব গণকিয়া গ্রামের পাহাড়িটিলা এলাকা অভিযান চালিয়ে অফিসার চয়েজ ব্ল ১১টি, এমসি ডুয়েল নং-১ ৯টি, এমসি ডুয়েল নং-১ ৪০টি, এমসি ডুয়েল নং-১ ৯২টি এবং হোয়াইট মিস চিফ ব্রান্ডের ৯৩টি বোতল মদ আটক করে। এ সময় অভিযান টের পেয়ে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিদ্দেক মিয়া (২৮), সাইদ আলী (৩০) ও মহর আলী (৩৫) পালিয়ে যায়। মুরইছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবুল খায়ের জানান- মুরইছড়া সীমান্ত দিয়ে যাতে কোন মাদক বাংলাদেশে আসতে না পারে সেদিকে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এলাকা থেকে মাদক নির্র্মূল করতে হলে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, পলাতক মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর