মোঃ ইকবাল হাসান সরকারঃ
বাংলাদেশ এখন নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে আসতে নারীকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। কর্মক্ষেত্রে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত হলে নারীর অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল প্রাইভেট ডিটেকটিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত যুগোপযোগী নীতি এবং পরিকল্পনায় দেশের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রয়েছে। বিভিন্ন খাতে আমাদের অর্জন প্রশংসনীয়। এখন আমরা একটি ধাপ অতিক্রম করছি। এ সময় নারীদের চ্যালেঞ্জ আলাদা। আমাদের নারীরা এখন শিক্ষামুখী। তারা স্বাধীনভাবে পেশা বেছে নিচ্ছে। গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে নারীদের পদচারণা রয়েছে। এখন কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। সহকর্মীরা যেন নারীর প্রতি সহযোগিতার হাত প্রসারণ করেন। কর্মজীবী নারী, কর্মজীবী মায়ের জন্য আমাদের জায়গা দিতে হবে। নারীদের সুরক্ষায় পাস হয়েছে পারিবারিক সুরক্ষা আইন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বেসরকারি খাতে নারীদের জন্য পর্যাপ্ত সুবিধা অবমুক্ত করতে হবে। এ ধরনের ব্যবস্থাকে সম্প্রসারিত করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই জনগোষ্ঠী অর্থনীতির চালিকা শক্তি। ৮০ শতাংশ নারী গার্মেন্টে কাজ করেন। এই জনশক্তির পরিশ্রমে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। তাই তাদের জন্য ডরমেটরি, খাবার, যাতায়াতসহ সার্বিক সুযোগ-সুবিধা দিতে হবে। কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে হবে। নারীদের এই সুবিধাগুলো দিলে ধাপে ধাপে এগিয়ে যাবে দেশ।
প্রাইভেট ডিটেকটিভ/৮মার্চ২০১৮/ইকবাল