June 22, 2025, 1:57 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণ,আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

অপি মুন্সীঃমাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের ভিডিও ধারন করে ব্ল্যাক মেইলে করে একাধিক বার ধর্ষণের অভিযোগে রুপম বৈদ্য(২২) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা। আটককৃত রুপম মাদারীপুর সদর উপজেলার মস্তাফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যর ছেলে। বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আদিল হোসেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়,৬ মাস আগে ফেসবুকে পরিচয় হয় শরিফা খাতুন ছদ্ম নামের এক তরুনীর সাথে রুপম বৈদ্যর। মেয়েটি মুসলিম হওয়ায় রুপম তার পরিচয় গোপন রেখে মুসলিম সেজে প্রেমের অভিনয় করে। এক পর্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারন করেন। মেয়েটি বিয়ের কথা বললেই তালবাহানা শুরু করেন রুপম। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রুপম মেয়েটিকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। মেয়েটি ধর্মান্তরিত হতে রাজি না হলে মোটা অংকের টাকা দাবি করেন। একপর্যায় মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের জানালে স্থানীয়রা মঙ্গলবার রুপমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

স্থানীয় যুবক হামজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই রুপম বৈদ্য এক মুসলিম মেয়েকে বøাক মেইল করে ধর্ষণ করেছে। পরে তাকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী তরুনী বলেন, আমার সাথে রুপম বৈদ্য প্রতারণা করছে। আমি ওর ফাঁসি চাই। আমার কাছে পরিচয় গোপন করে সে মুসলিম দাবি করে আমার সাথে প্রেমের অভিনয় করে। খারাপ কাজ করেছে। সেগুলো গোপনে ভিডিও করে রেখেছে। পরে বিয়ের জন্য চাপ দিলে তার পরিচয় প্রকাশ করে এবং আমাকে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দেয়। সে আমাকে বলে তুই হিন্দু হলে তোকে আমি বিয়ে করবো। এমনকি আমাকে হিন্দু হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

মাদারীপুর সদর থানার ওসি মোহাম্মদ আদিল হোসেন বলেন, ব্লাকমেইল করে ধর্ষণের অভিযোগে রূপম বৈদ্য নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর