জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৬ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন জৈন্তাপুর রাজবাড়ী বিওপির আয়োজনে লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসচেতনতামূলক সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন সহকারি পরিচালনক মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এমদাদুল হক পিএসসি।
সভায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক জনসাধারণকে সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় আনার লক্ষ্যে সীমান্তে অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অনুপ্রবেশ বন্ধে প্রেষণা প্রদান সহ কোন প্রকার গুজবে কান না দিয়ে সীমান্তে ভারতীয় নাগরিকদের সাথে অযথা ঝগড়া-বিবাদ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার বিষয়ে প্রেষণা প্রদান করেন।
অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর/বালু উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উসমান গনি, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, লামনীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলী শর্মা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মাসুক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম ও ১৯ বিজিবির দায়িত্বপ্রাপ্ত জৈন্তাপুর বিওপির সদস্যবৃন্দ, স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, স্হানীয় ইউপি সদস্যবৃন্দ, স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।