হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন, হাফেজ আবু তাহের। ৩৩ বছর বয়সী হাফেজ আবু তাহের, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা হাটখোলা গ্রামের মরহুম জামাল উদ্দিনের পুত্র। সবুজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে মাচাবান্দার চৌরাস্তার মোড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হন তিনি। সাথে সাথে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে, সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৯টা ২০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। হাফেজ আবু তাহেরের মৃত্যুর সংবাদ চিলমারীতে ছড়িয়ে পড়লে গোটা উপজেলা জুড়ে নেমেছে শোকের ছায়া। শত শত হাফেজের ওস্তাদ আবু তাহের অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। ৪ বছর আগে বিয়ে করেছেন তিনি। চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী জানান, হাফেজ আবু তাহের চিলমারী উপজেলা হাফেজ ক্যল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ২ মায়ের ৭ ভাই ২ বোনের মধ্যে আবু তাহের দ্বিতীয় মায়ের প্রথম সন্তান। তার ভাইয়েরা চিলমারীর বাইরে থাকায় জানাযা নামাজ ও দাফনের স্থান ও সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। হাফেজ আবু তাহেরের মৃত্যুতে চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা, উপজেলার সকল হাফেজ ও ওয়ালামায়ে কেরামগণ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার এই অকাল মৃত্যুতে চিলমারী হাফেজ কল্যাণ সংস্থাসহ সকল হাফেজদের মাঝে শোকের ছায়া বইছে।
মোঃ হাবিবুর রহমান।
চিলমারী, কুড়িগ্রাম।