রাকিব হোসেন,(ভোলা):
ভোলার বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, আজ শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তির কামনায় কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা নিরুপম সরকার সোহাগ, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি অন্তর হাওলাদার, তথ্য বিষয়ক সম্পাদক ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন নয়ন, সাংবাদিক সাগর চৌধুরী, সাংবাদিক আরিফ পন্ডিত, সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।
এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।