March 11, 2025, 1:01 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই বেনাপোল পাসপোট যাত্রীর ভ্রমনকর জাল করার অপরাধে আবারো শামিম আটক সারাদেশব্যাপী চলমান ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন মিঠাপুকুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি যশোরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী খুন কিশোরী ধর্ষণে’র অভিযোগ ইমাম গ্রেফতার জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বার পেটে লাথি আওয়ামী লীগ নেতার এই প্রথম যশোরে নারী পুলিশ সুপার রওনক জাহানের যোগদান গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে উত্তাল নবিগঞ্জ ছাত্র-জনতা

বাদল আহমেদ বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ:

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের প্রতিবাদে নবীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল প্রায় ০৪: ৩০ ঘটিকার সময় নবীগঞ্জ গাজীর ট্যাকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আআন্দোলনের সদস্য ইফতির সঞ্চালনায় , এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক সাহেল আহমেদ,মুফতি ফেরদৌস আহমেদ,উমর ফারুক জামে মসজিদের ইমাম হাফিজ মুস্তাকিম বিল্লাহ,ছাত্র নেতা শাকিল আহমেদ সহ এবং কর্মসূচি শেষে দোয়া করেন মুফতি ফরহাদ হোসেন এবং ছাত্রজনতা ও নবীগঞ্জের ব্যাবসায়ীবৃন্দ, এবং নিউ প্রেসক্লাবের সদস্য সচিব (সাংবাদিক) বাদল আহমেদ, যুগ্ন আহবায়ক (সাংবাদিক) মো: সফিকুল ইসলাম নাহিদ প্রমুখসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, ভয়াবহভাবে পিটিয়ে ও জবাই করে হত্যা, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে। বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলন কোনো সনাতন ধর্মাবলম্বীরদের সাথে নয়, এই দেশ হিন্দু, মুসলিম এ খ্রিস্টানদের, এই দেশে নিষিদ্ধ সন্ত্রাসী বাহিনী ইসকনের কোনো টাই নেই।

আমরা এই অন্তর্বতী সরকারের কাছে আহবান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই জঙ্গি সংঘটনকে নিষিদ্ধ করতে হবে,এবং আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক,অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর