December 22, 2024, 7:34 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত করা সম্ভব হবে :ডাঃ জাহিদ হোসেন

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,গত ১৭ বছরে যারা নেতৃত্ব দিয়ে যোগ্যতা অর্জন করেছেন, তারাই নেতৃত্ব দিবেন অন্যরা পাশে থাকবেন। আমরা কাউকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাই না। আমরা জানি আপনারও এক ভোট আমারও এক ভোট, কাজেই আমার সবাইকে দরকার, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে,আগামী দিনে ধানের শীষের জয় নিশ্চিত করা সম্ভব হবে।কারো বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নেই আপনি আপনার টা বলবেন, অন্যরা যা বলার বলুক মানুষ সিদ্ধান্ত নিবে, মনে রাখতে হবে জনগণের সকল ক্ষমতার উৎস এটি শহীদ জিয়ার বক্তব্য, আমরা শহীদ জিয়ার আদর্শের প্রতি অবিচল থাকব। এটি যদি বিশ্বাস করেন মানুষকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। মনে করবেন না যে, উনারা(মানুষ)বুঝেনা, উনারা কিন্তু
ঠিকই বোঝে, আপনি আপনার বক্তব্য দিবেন, জনগণ সিদ্ধান্ত নিবেন সে কাকে ভোট দিবেন।

২৩ নভেম্বের শুক্রবার বিকালে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ২০২৩- ২০২৪ আন্দোলন সংগ্রামে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ- সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মো.মোফাজ্জল হোসেন দুলাল,সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সহ সভাপতি মো.আতিকুর রহমান রাজা, সাংগঠনিক
সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেকসাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি।

আরও বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদমিয়া সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক
সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মিঠু সিদ্দিকী প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির পক্ষ থেকে উপজেলা ও পৌর বিএনপির কারাবরণকৃত ১১২ জন নেতাকর্মীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর