November 14, 2024, 3:59 pm

সংবাদ শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ৪ লেন প্রকল্পে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন মোংলায় ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে লাপাত্তা আয়োজকরা, গণমাধ্যমে কথা বললেন ভুক্তভোগীরা উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ম্যাটাডোর গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব এ্যডভোকেট মোঃ শাহালম নিজেই একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা ৫০ লাখ
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মোংলায় ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

রিজাউল গাজী ও দিপালী গাইন এর উপর হামলার এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে মোংলার সাহেবেরমেঠ এর বিক্ষুব্ধ জনতা। (১৩ নভেম্বর)
বুধবার সকাল ১১ টায় মোংলা উপজেলার সাহেবেরমেঠ গাজীর ব্রীজ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাকির গাজী চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি-দখল, লুটপাট এর ঘটনা ঘটিয়েছে। এলাকার সাধারণ মানুষ দের মারধর, নির্যাতন করেছে। খুনি হাসিনার দোসর ভূমিদস্যু জাকির গাজী অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ভূমিদস্যু জাকির গাজী বিভিন্ন সময় নিরিহ মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে আসছে। এ নিয়ে কেউ প্রতিবাদী করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, জাকির গাজীর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ রকিবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন, মোল্লা সোলিম , দিপালী গাইন, মো: কিসলু শেখ, জোগাল মন্ডল, মো: মোন্তাজ শেখ। মানববন্ধন শেষে ভূমিদস্যু জাকির গাজীর গ্রেফতারের দাবীতে গাজীর ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন শতশত মানুষ। #

বায়জিদ হোসেন

Share Button

     এ জাতীয় আরো খবর