November 13, 2024, 12:29 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত চিলমারীতে গ্রেফতার আতঙ্কে লাপাত্তা ইউপি চেয়ারম্যানরা সেবার কার্যক্রমে জটিলতা ভয়াল ১২ নভেম্বর নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন পটুয়াখালীতে জমি দখল নিতে প্রতিপক্ষের ঘবে আগুন। নাভারণ ডিগ্রী কলেজে নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি হাসান জহিরকে সংবর্ধনা গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক নন্দীগ্রামে মায়ের ওপর অভিমান করে ১০ শ্রেণির ছাত্রীর আত্মাহত্যা ভারতে পালানোর সময় অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক পাড়ায় পাড়ায় চলছে উৎসবের ব্যাপক প্রস্তুতি, ১৫ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা পাউবো’র অপরিকল্পিত খাল খননে রাস্তার সর্বনাশ: দুর্ভোগে চার গ্রামের ১০ হাজার মানুষ

পটুয়াখালীতে ৬ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শেখ রাশেল সেতুর সংলগ্ন আলীপুর থ্রি পয়েন্ট থেকে ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ মো. সুজন (৩০) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা মন্নান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে একটি স্কুলব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোঁটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামি বলে পুলিশ জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘নিয়মিত চেকপোস্টের ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর