December 9, 2024, 10:05 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পটুয়াখালীতে ৬ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শেখ রাশেল সেতুর সংলগ্ন আলীপুর থ্রি পয়েন্ট থেকে ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ মো. সুজন (৩০) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা মন্নান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে একটি স্কুলব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোঁটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামি বলে পুলিশ জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘নিয়মিত চেকপোস্টের ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর