January 16, 2025, 6:58 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

নিজের তৈরি ওয়ান শুটার পাইপগানসহ মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড

সুন্দরবন সংলগ্ন এলাকা হতে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড।

শুক্রবার (৮নভেম্বর) গভীর রাতে খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণবাগ থানা এলাকার আব্দুল আজিজের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী খেয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় কিছু টাকা ও একটি মোবাইল ফোন। তিনি বলেন, আটক ইসমাইল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার নিজের তৈরি করা এ অস্ত্রটি কোন একটি গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে আটক করা হয়। আর তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় দুইটি মাদক মামলাও রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

এদিকে ওয়ান শুটার পাইপগানসহ আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ। #

Share Button

     এ জাতীয় আরো খবর