December 22, 2024, 7:10 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

পার্বতীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমজাদ হোসেন-পার্বতীপুর,প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল হক। পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিগত সরকারের দুঃশাসন ও অন্যায়-অত্যাচারের নানাদিক তুলে ধরেন। সভা উপলক্ষে দুপুর থেকেই উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল সভায় যুক্ত হয়ে সভাটিকে সাফল্যমন্ডিত করে। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল, মহিলা দল, জাসাস, উপজেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬টায় উপজেলা জাসাসের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর