অনলাইন ডেস্ক:-
ইনজুরির কারণে আবারো মাঠের বাইরে ছিটকে গেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী কয়েক ম্যাচে মাঠে দেখা যাবে না রংপুরের এই অধিনায়ককে। তার পরিবর্তে রংপুর রাইডার্সের নেতৃত্ব দিতে দেখা যাবে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে।
সোহানের ইনজুরির আপডেট জানিয়ে রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্নাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিও’র।’মঙ্গলবারের ম্যাচে অধিনায়ক হিসেবে খুলনা টাইগার্সের বিপক্ষে টস করতে নামেন শোয়েব মালিক। যেখানে টস হেরে চট্টগ্রামের সাগরিকায় ব্যাটিংয়ে নামল রংপুর রাইডার্স।