June 30, 2024, 12:41 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

৩০ ডিসেম্বর বিএনপির মিছিলে গাধা ডিম পাড়বে: তথ্যমন্ত্রী

বিএনপির ডাকা গণমিছিল গাধা ডিম পাড়ার মতো হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কি খেলা দেখাবে। ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া ৩টি ডিম পেড়েছে। আমি তো মনে করি, ৩০ ডিসেম্বর গাধা ডিম পাড়বে।’

বিএনপির সিনিয়র নেতা মঈন খান সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করতে চায়–এ বিষয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মঈন খান ভুলে গেছেন, তার বাবা জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন। তখন দেশে কারফিউ দিয়ে রাখা হতো। তখন ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরে কারফিউ থাকত। পুরো শহর যেন কারাগার ছিল। আজ কি সে পরিস্থিতি আছে?’জিয়াউর রহমান দেশটাকে কারাগার বানিয়ে ফেলেছিল মন্তব্য করে ড. হাছান বলেন, ‘এখন যারা এর জন্য আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, তারা নিজের চেহারাটা আয়নায় দেখুন। তথ্যমন্ত্রী বলেন, “গুম, খুন জিয়া বাংলাদেশে শুরু করেন। আজ ‘মায়ের কান্না’র সদস্যরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যাদের পরিবারের সদস্যদের জিয়ার আমলে বিনা বিচারে হত্যা করা হয়েছে। যাদের ১৩/১৪ /১৫ সালে খালেদা জিয়ার আহ্বানে আগুনে পুড়িয়ে মেরেছে, তাদের স্বজনদের কান্না বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই বিএনপি নেতাদের অনুরোধ জানাব, আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য।”


বিএনপি নেতাদের জামিন সংক্রান্ত বিষয়ে বলেন, ‘বাংলাদেশের আদালত স্বাধীন, যাদের জামিন দেয়া সম্ভব তাদের জামিন দেয়া হচ্ছে। আমানউল্লাহসহ অনেকেই জামিন পেয়েছেন।’

হোটেল সারিনা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নকশাবহির্ভূত ১৫ তলার অনুমোদন নিয়ে ২১ তলা বানিয়েছে হোটেল সারিনা। দুদক খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছে। যারা আইনপ্রণেতা হতে চান, তাদের আইনবহির্ভূত কাজ করা উচিত নয়। এমন আরও আছে।’
মেট্রোরেলের ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের মাসিক ভাড়া অনেক কম। যারা প্রতিদিন মেট্রো ব্যবহার করবে তাদের জন্য সুবিধা। মেট্রোরেল চালু হচ্ছে এটাই অনেক বেশি। সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে মেট্রোরেলে চড়ার জন্য। আর আমি তো নিজের এলাকার লোকদের মেট্রোরেলে চড়াতে চাই।’
সূত্র: সময় টিভি নিউজ

Share Button

     এ জাতীয় আরো খবর