-
- জেলা সংবাদ, শিক্ষা, সারাদেশে
- কুড়িগ্রামে একজন পরিক্ষার্থীও পাশ করেনি যে স্কুলে
- আপডেট সময় November, 29, 2022, 6:34 pm
- 192 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী। সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশ নেয়া কোন শিক্ষার্থী পাস না করায় অনান্য শ্রেনির শিক্ষার্থীসহ অভিভাবকগণ পড়েছেন হতাশায়।
জানা গেছে, প্রতিষ্ঠানটিতে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিষ্টেশন করে চারজন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয় এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করা ৪ জন এর মধ্যে দুইজনের বিয়ে হয়েছে।চরাঞ্চল ও নদী ভাঙন কবলিত এলাকা হওয়ায় এ অঞ্চলে কম বয়সে মেয়েদের বিয়ে আর মাদ্রাসা শিক্ষার প্রতি অভিভাবকদের আগ্রহের কারনে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর সংকট ও ফলাফল আশানুরূপ না হওয়ার কারন বলে জানিয়েছেন খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তবে স্থানীয়দের দাবি প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি না হওয়ায় এ রকম হতাশামুলক ফলাফল হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক বলেন, আমার প্রতিষ্ঠান থেকে এবারেই প্রথম মাধ্যমিক এসএসসি পরিক্ষায় পাশের সংখ্যা শূণ্যের কোটায়।গত বছর এই বিদ্যালয় থেকে ৭জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৭ জনই পাশ করেছে।তবে এবছর আমার বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ৪ জন পরিক্ষার্থী পরিক্ষা দিলেও দূর্ভাগ্যজনক হলেও সত্য যে ৪ জনই ইতিহাস বিষয়ে ফেল করে।আমি আশা করি আগামী বছর আমরা ঘুরে দাড়াতে পারবো,বিদ্যালয়ের ফলাফল ভালো হবে বলে জানান তিনি।
ওই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থী মোছাঃ মোর্শেদা আক্তার মীম বলেন,খামার বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়ে ইতিহাস বিষয়ে ফেল করেছি। অনান্য বিষয়ে ফলাফল মোটামুটি ভালো ছিল।ইতিহাস বিষয়ে শুধু মাত্র অবজেক্টিভে ১ নম্বর কম পাওয়ায় ফেল করলাম।
কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল হক বলেন,আপনার দেয়া তথ্যটি সঠিক। খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৪ জনেই ফেল করেছে।আমরা বিষয়টি দেখতেছি।ওই বিদ্যালয়ের এমপিওটা বন্ধ হবে বলে জানান তিনি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কমকর্তা মোঃ শামসুল আলম বলেন,দুঃখজন হলেও সত্য যে,কুড়িগ্রাম জেলার এসএসসি পরিক্ষার্থীদের পরিক্ষার ফলফলের শীট ডিসি অফিসেও নেই,আমরাও এখনো হাতে পাই নাই।আপনার কাছ থেকে জানলাম খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয়ে একজনও পাশ করে নাই এটা আমার জানা নেই, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
এ জাতীয় আরো খবর