December 22, 2024, 3:30 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

হিলি বন্দরে চালের দাম কমেছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চাল বন্দর থেকে খালাসের ৩ দিন
পর পাইকারী ও খুচরা পর্যায়ে কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে দাম।গত মঙ্গলবার (৩১
আগস্ট) দুপুরে হিলি কাস্টমসে চালের বিলঅবএন্ট্রি সাবমিটের পর পরিক্ষণ শুল্কায়ন শেষে চাল
খালাস কার্যক্রম শুরু হয়।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়,স্বর্ণা চাল ২ টাকা কমে
৫০ টাকা, ২৮ জাতের চাল ২ টাকা কমে ৫৬ টাকা এবং মিনিকেট চাল ৪ টাকা কমে ৬৬
টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে চাল কিতে আসা আব্দুর রহমান জানান,স্বর্ণা-৫ জাতের চলের দাম আগে
ছিল ৫২ টাকা আজ তা ৪৮ টাকা দরে ১০ কেজি চাল কিনলাম।
এদিকে হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন,চাল আমদানিতে শুল্ক কম এবং
ওএমএসের চাল বিক্রির ফলে হিলি বাজারে কমতে শুরু করেছে চালের দাম। প্রকার ভেদে
কেজিতে ২ থেকে ৪ টাকা দাম কমেছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরও
দাম কমতে পারে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান,দেশের বাজারে চালের বাজার ঊর্ধ্বমুখী হয়ে
উঠলে চালের বাজার স্বাভাবিক রাখতে ৬২.৫ ভাগ শুল্ক থেকে কমিয়ে ২৫ ভাগ করে চাল
আমদানির অনুমোদন দিলে ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেন
আমদানিকারকরা।কিন্তু ডলারের মুল্য বৃদ্ধি ও ভারতীয় ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধি করায় চাল
আমদানিতে লোকশান গুনতে হচ্ছিল।তাই শুল্ক কমার আশায় চাল খালাস না করে ২৫/৩০ দিন
ধরে বন্দরে চাল বোঝায় ট্রাক ফেলে রাখা হয়েছিল। এতে করে বন্দরে ৩০৬টি ট্রাকে প্রায়
সাড়ে ১২ হাাজার টন চাল আটকা পড়ে পণ্যজটের সৃষ্টি হয়। এরপর গত রবিবার (২৮ আগস্ট)
রাতে চালের শুল্ক আরোও একধাপ কমিয়ে ২৫ ভাগ থেকে ১৫ ভাগ করার ঘোষনা দেন সরকার। এর
পরদিন সোমবার (২৯ আগস্ট) কাগপত্র জটিলতার কারণে বন্দর থেকে চাল খালাস করা সম্ভব
না হলেও পরদিন মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে।এদিকে বন্দর
থেকে চাল খালাস চলছে ধীরগতিতে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে,গত ৩০ শে আগস্ট থেকে শনিবার পর্যন্ত ১৩৭ টি ভারতীয়
ট্রাক থেকে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিকটন চাল ছাড়করণ করা হয়েছে। এছাড়াও প্রায়
১৩৯ টি ট্রাকে আনুমানিক সাড়ে ৫ হাজার মেট্রিকটন চল খালাসের অপেক্ষায় রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন
জানান,আমরা চাল আমদানি অব্যাহত রেখেছি। আরোও পর্যাপ্ত চাল আমদানি হবে। আশা
করছি আরও দাম কমবে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি,দিনাজপুর
০১৭১৬০০৮৫৯২

Share Button

     এ জাতীয় আরো খবর