January 15, 2025, 6:59 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে বাউল শিল্পী লেচু সরকার আর নেই

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাউল শিল্পী
মোহাম্মদ লেচু সরকার। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। বাউল
জগতের উদীয়মান তারকা ছিলেন লেচু সরকার। তাঁর অকাল মৃত্যু কেউ মেনে
নিতে পারছেন না। সর্বত্র বইছে শোকের ছায়া। তাঁর পরিবারের চলছে শোকের
মাতম।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর
গ্রামের বাসিন্দা লেচু সরকার। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর
শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা গীতিকার শাহ আবদুল পরানের বাড়িতে
থেকে সংগীত সাধনা করেন। অল্প বয়সেই একজন বাউল শিল্পী হিসেবে
খ্যাতি অর্জন করেন লেচু সরকার।
এর মধ্যে গত ১০ দিন আগে শান্তিগঞ্জ উপজেলা এলাকায় মোটরসাইকেল
দুর্ঘটনায় লেচু সরকার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১০ দিন
ধরে হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা
লড়েন লেচু সরকার। অবশেষে ১৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে
মৃত্যুবরণ করেন লেচু সরকার (৩৩)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে
গেছেন। ২০ আগস্ট শনিবার লেচু সরকারের মৃতদেহ জগন্নাথপুরে আনা হলে
তাকে এক নজর দেখতে গীতিকার ও অন্যান্য বাউল শিল্পীগণ সহ শোকার্ত
জনতা ভীড় জমান। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে জগদিশপুর নিজ গ্রামে
তাকে দাফন করা হয়।
এদিকে-বাউল শিল্পী লেচু সরকারের অকাল মৃত্যুতে গীতিকারবৃন্দ, অন্যান্য
বাউল শিল্পীগণ ও সাংবাদিক মহল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের
প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাউল শিল্পী লেচু সরকারের রূহের মাগফেরাত
কামনা করেছেন। #
ক্যাপশন-বাউল শিল্পী লেচু সরকার-ছবি

ফখরুল ইসলাম

Share Button

     এ জাতীয় আরো খবর