আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন পরিস্থিতিতে আমাদের এই দোয়াটি পড়ার প্রতি উদ্ধুদ্ধ করেছেন। আশা করা যায়- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা এর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আমাদের অভাব-অনটন দূর করে দেবেন।
দোয়াটি হলো-
اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি।
হজরত আবদুল্লাহ রাদিআল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭০৭৯)