December 22, 2024, 2:52 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

ড্রাইভার ঘুমে অচেতন। তেল বোঝাই ট্রাক উল্টে গেলো মাদ্রাসার পুকুরে।

মোঃ মোরসালিন ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কে ড্রাইভার ঘুমে অচেতন হয়ে নিজের ট্রাকের সাথে বাঁধা অপর  একটি ট্রাকসহ পুকুরে উল্টে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় মাদ্রাসার শিক্ষার্থীসহ  চালক ও হেল্পার।

গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের বর্মচারী মাদ্রাসার পুকুরে চট্টগ্রাম থেকে আসা দিনাজপুরগামী পাম্প তেল বোঝাই ট্রাকটি চালক ঘুমে অচেতন হলে ট্রাকটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী আলেপ উদ্দিন বলেন,আমি সকালে জমিতে কাজ করার যাচ্ছিলাম হঠাৎ দেখলাম এক ট্রাকের সাথে আর একটি ট্রাক বাঁধা অবস্থায় মাদ্রাসার কাছে  ট্রার্নিং নিতে না পেরে মাদ্রাসার পুকুরে উল্টে যায়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন,  আমরা খবর পেয়ে তৎক্ষনাৎ স্থায়ীয় এলকাবাসীর সহযোগীতায় ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ট্রাক ড্রাইভার রবিউল ইসলাম বলেন,আমার গাড়ী খারাপ হওয়ায় আমি অপর ট্রাক ড্রাইভারের সহযোগীতায় দিনাজপুর যাচ্ছিলাম। ঐ ড্রাইভার চট্টগ্রাম থেকে তেল নিয়ে একাই ট্রাক চালিয়ে দিনাজপুর আসছিলো। সে ঘুমের ঘোরেই অচেত হয়ে রাস্তার সিগন্যাল পিলার ভেঙ্গে পুকুরে নামিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আমিসহ অপর গাড়ীর চালক ও হেল্পার আহত হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর