-
- জাতীয় শোক দিবস, সারাদেশে
- যথাযোগ্য মর্যাদায় মোংলার খাসেরডাঙ্গায় জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় August, 15, 2022, 6:27 pm
- 146 বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়’র আয়োজনে (১৫ আগষ্ট)
সোমবার সকাল ১০ টায় স্কুল চত্বরে আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে পালিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র হালদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. ইলিয়াছ, প্রধান শিক্ষক হারুন অর রশীদ, সহকারী শিক্ষক বিবেকানন্দ মজুমদার, কমিটির সদস্য দিপক সরকার, সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, প্রমূখ।
আয়োজিত আলোচনা সভায় বক্তরা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরে বলেন, বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিন্তু একমাত্র বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে, দেশের প্রতি, ভাষার প্রতি সর্বোপরি মানুষের প্রতি তার ভালোবাসা কতোটা গভীর, কতোটা আন্তরিক ছিলো। একই সঙ্গে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন একজন বাঙালিও থাকবে, যতদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততোদিন বেঁচে থাকবেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. ইলিয়াছ
বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এদেশ উন্নত রাষ্টে পরিণত হতো। ৭৫ পরবর্তী দোসররা এ দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। পরে বঙ্গবন্ধুক সহ ১৫ অগষ্ট সকল নিহত দের স্মরণে দোয়া মেনাজাত অনুষ্টিত হয় এবং রচনা প্রতিযোগীতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর