ঘোড়াঘাট- প্রতিনিধিঃ
আজ ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৭তম সাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে, দিনাজপুরের
ঘোড়াঘাট উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পনসহ
বিভিন্ন কর্মসুচী পালন করেছে। এর পর বঙ্গবন্ধুর মুরালে একে একে
বিভিন্ধসঢ়;œ রাজনৈতিক দলসহ শিক্ষা প্রতিষ্টান পুস্পমাল্য অর্পন করেন। সকাল
১০টায় উপজেলা হলরুমে আলোচনা সভা হয়।
এতে উপজেলা নির্বহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে-বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানসা ও কৃষি অফিসার
এখলাস হোসেন এবং থানার ওসি আবু হাসান।
এ ছাড়াও ঘোড়াঘাট পৌরসভায় বঙ্গবন্ধুর সাহাদৎ বার্ষিকীতে পৌরসভার
মেয়র আব্দুর ছাত্তার মিলনের উদ্দোগে মিলাদ মাহফিল ,আলোচনা সভা ও
কাংগালি ভোজের আয়োজন করেছে।