December 22, 2024, 3:30 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

আমদানিতেই কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে

হিলি প্রতিনিধি
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে
দাম কমতে শুরু করেছে। প্রতিকেজি কাঁচামরিচ পোর্ট অভ্যন্তরে পাইকারী বিক্রি হচ্ছে
১৪০ থেকে ১৫০ টাকা দরে।
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে শনিবার থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়।
কাঁচামরিচ আমদানি হওয়ার পর থেকেই বন্দরের বাজারে কিছুটা দাম কমতে শুরু করেছে। ২
দিনে হিলি বন্দর দিয়ে ১৬ টি ট্রাকে ১০৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
এ সব কাঁচামরিচ আমদানি করছেন হিলি শিপিং ট্রের্ডাস ও সততা বাণিজ্যলায়
নামের দুই ব্যবসা প্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্যে থেকে কাঁচামরিচ আমদানি করা
হচ্ছে। ২ দিনের আমদানিতেই কেজিতে কমেছে ৪০ থেকে ৫০ টাকা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন দেশের
বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে আবারো ভারত থেকে কাঁচামরিচ
আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। হিলি স্থলবন্দরে দুই আমদানিকারক ব্যবসা প্রতিষ্ঠান
কাঁচামরিচ আমদানি করছে। এতে হিলি বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে।
বতমানে প্রতিকেজি কাঁচামরিচ পাইকারী ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি
হচ্ছে।


এখান থেকে মরিচ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে পাইকাররা। ভারতীয় কাঁচা মরিচ
আমদানি কারনে বাজারে ৪০ থেকে ৫০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে।
হিলি বন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ভারতের
বিহার রাজ্যে থেকে আমদানি করা এসব কাঁচা মরিচ প্রতি মেট্রিক টনের এলসি ভেলু
দেখানো হয়েছে ১৫০ থেকে ২শ মার্কিন ডলার। তবে কাস্টমসে শুল্কায়ন হচ্ছে প্রতি
মেট্রিক টন ৫ শ মার্কিন ডলারে। এর ফলে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে
ব্যবসায়ীদের শুল্ক গুনতে হচ্ছে ২৮ টাকা।
আমদানিকারক বাবলু বলেন, সরকারী শুল্ক কম হলে এবং এলসি ভেলু ডলারে কাস্টমসে শুল্কায়ন
করা হলে দাম আরও কমবে। আমদানি সহ সব খরচ দিয়ে প্রতিকেজি কাচামরিচ দেশে এনে
খালাস করতে ১২০ থেকে ১২৫ টাকা খরচ পড়ছে। অল্প লাভেই কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে।
আগামীতে আমদানি বেশি হলে মরিচের দাম ততোই কমতে থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর