September 21, 2024, 7:18 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

শিশুদের কপালে কালো টিপ দেওয়া শিরক

অনলাইন ডেস্কঃ

শিশুদের কপালে কালো টিপ দেওয়ার সময় যদি মনে করা হয় যে এই টিপ বাচ্চাকে বদনজর বা কোনো ক্ষতি থেকে রক্ষা করবে তাহলে শিরক। এটি একেবারেই হারাম। কালো টিপ ক্ষতি থেকে রক্ষা করবে এটা ভাবার প্রশ্নই আসে না। এই ধারণা করার কোনো সুযোগ নেই। এটি মানুষদের কোনোকিছু থেকে রক্ষা করতে পারে না।

অনেকে এটিকে শুধুই কুসংস্কার মনে করেন। কুসংস্কার তো আছেই বরং তার থেকে আরো একটু উপরে আছে। ট্রাকের পেছনে জুতা ঝুলিয়ে রাখা অথবা ঘরের ভেতর ঝাড়ু ঝুলিয়ে রাখা বা বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যেন বদনজর থেকে বাঁচা যায়, ইত্যাদি যাবতীয় কাজ হলো এক প্রকারের শিরক। শুধু কুসংস্কারই নয়, এগুলো এক ধরনের শিরক।

কারণ, আপনি মনে করছেন, এগুলোর এই ক্ষমতা আছে। আমাদের কুসংস্কার এবং এই শিরকি আকিদার ভেতর এটা এমন ব্যাপক হয়েছে যে দেখা যায়, প্রায় ট্রাকের পেছনেই ছেঁড়া জুতা ঝুলিয়ে রাখা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, কু-দৃষ্টি লাগবে না। আবার কেউ কেউ মনে করে, এতে কোনো দুর্ঘটনা ঘটবে না। এই যে বক্তব্য বা দৃষ্টিভঙ্গি, এটি একেবারেই ভুল। এই কাজটি মূলত এক প্রকারের শিরক। শিরকি চিন্তা চেতনা থেকেই মূলত এগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমরা মুসলমানরা না বুঝেই সেগুলোকে গো-গ্রাসে গেলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করছি এগুলোই সঠিক।

ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা। আপনি দেখেন এই কাজগুলোর মধ্যে কিন্তু কোনো সৌন্দর্য বা কোনো বিবেক-বিবেচনা নেই। অথচ ইসলামে এগুলো থেকে বাঁচার জন্য বিবেচনা এবং সৌন্দর্য সবটাই দেওয়া আছে। আপনি যদি বদদোয়া থেকে বাঁচতে চান, তাহলে কীভাবে বাঁচবেন, সেটা রাসুল (সা.) বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন।

আপনি সন্তানকে কোথাও নিয়ে যাচ্ছেন, বদদোয়া লাগতে পারে, সেটা হতে পারে। সে ক্ষেত্রে আপনি ওই দোয়াটি পড়ে তাকে ফুঁ দিলেই যথেষ্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর