January 11, 2025, 8:48 pm

সংবাদ শিরোনাম

সিলেটের উসমানপুরে ২৫০ টি পরিবারে ইসলামী যুব সংঘের ত্রাণ বিতরন করেছে

লয়েছ আহমদ,সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে ৮নং উসমানপুর ইউনিয়ে
আল- আমীন ইসলামী যুব সংঘ কতৃক অর্থায়নে বন্যার্তদের ২৫০ টি পরিবারে ত্রাণ বিতরন করা হয়, ১ ও ২নং ওয়ার্ডের লামাপাড়া, মির্জাপুর, ষাটিয়া, শিবরামপুর, পাঁচপাড়া, উসমানপুর ও তাহিরপুর গ্রামে ত্রাণ বিতরন করেন, ত্রাণ বিতরনের সময উপস্হিত ছিলেন অত্র সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জনাব খলিলুর রহমান, আব্দুল হাফিজ,সৈয়দ নুরুল ইসলাম, শিব্বির আহমদ চৌ, সৈয়দ এনায়ত আহমদ ও আপতাব আলী।
আরো উপস্তিত ছিলেন আল- আমীন ইসলামী যুব সংঘের কার্য্যকরি কমিটির সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ সভাপতি আনছার আলী, সাধারন সম্পাদক হাফিজ আফল হোসেন, সহ সাধারন সম্পাদক ইছহাক আলী, কোষাধক্ষ সৈয়দ জিয়াউর রহমান দুলাল, সহ সাংগঠানিক শফিউল আহমদ সহ অত্র সংঘের সকল সদস্য বৃন্দ।
Share Button

     এ জাতীয় আরো খবর