অনলাইন ডেস্কঃ
ফিলিপাইন উপকূলে নৌযানে ছড়ালো ভয়াবহ অগ্নিকাণ্ড। রোববারের (২৬ জুন) এই দুর্ঘটনায় নিহত কমপক্ষে দুজন। জীবিত উদ্ধার বাকি ১৬৩ আরোহী।
দেশটির কোস্ট গার্ডের বিবৃতির বরাতে বিবিসির খবর বলছে, বহল থেকে লেইতে দ্বীপের দিকে যাচ্ছিলো নৌযানটি। এসময়, তাতে ছিলেন ১৫৭ যাত্রী এবং আটজন ক্রু। হঠাৎ নৌযানে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত আরোহীরা ঝাঁপ দেন পানিতে। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে চালানো হয় উদ্ধারকাজ। পরে যোগ দেয় কোস্টগার্ড।
দুজনের মরদেহ উপকূলে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নিখোঁজ এক শিশু। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে।