-
- জেলা সংবাদ
- গণমাধ্যম কর্মীদের সাথে পত্নীতলা বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় May, 24, 2022, 10:45 am
- 145 বার পড়া হয়েছে
মবিরুজ্জামান মুন্না, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় গণমাধ্যম কর্মীদের সাথে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে ) সকাল ১০.৩০ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদরে নওগাঁ সদর, পত্নীতলা, সাপাহার, ধামইরহাটের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিয়ম সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি নিরাপদ সীমান্ত, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করেন।
বিশেষ করে বলপূর্বক বাস্তচ্যুত মায়ানমারের নাগরিক অনুপ্রবেশ এর ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সংগে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করা হয়।
উক্ত সভায় অত্যান্ত অন্তরঙ্গ পরিবেশে উপস্থিত সাংবাদিকবৃন্দ সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিকারসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
এ জাতীয় আরো খবর