নদ-নদীর পানি কমতে শুরু করলেও সিলেটে দুর্গতি কমছে না বানভাসি মানুষের।
১০ দিন ধরে পানিবন্দি থাকায় নানা সংকটে হাবুডুবু খাচ্ছেন তারা। এ অবস্থার মধ্যেই আগামী মাসে শুরু হবে এসএসসি পরীক্ষা। পানিতে তলিয়ে আছে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের।
সোমবার (২৩ মে) সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামে গিয়ে বানভাসিদের ঘরে ঘরে এমন দৃশ্য চোখে পড়ে। খাবার নেই, নেই বিশুদ্ধ পানি, আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অস্তিত্বই নেই সেখানে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আমলসীদে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত নারী, পুরুষ, শিশুরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আর ঘরবাড়ি ফাঁকা পড়ে থাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।