রবিবার (১৩ মার্চ) বিকালে গোয়াল ঘর আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে দিনমজুর শাহালী, শাহীন ও লিটনের ৩টি বসতঘর ভস্মিভূত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শাহালীর স্ত্রী গোয়াল ঘরে মশা তাড়নার জন্য ধোয়া দিয়ে মরিচ উঠানোর জন্য চলে যায় । সেই ধোয়া থেকে মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে কলাগাছ ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সাপধরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি জানান- অগ্নিকান্ডে বসতঘর,ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য প্রশাসনের সুদৃস্টি কামনা করছি।