জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপামনি দেবী। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল হক খোকন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,চিকনাগুল ইউনিূন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইয়াহিয়া, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আলা উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম,সাংগঠিনক সম্পাদক মাস্টার নিপেন্দ্র কুমার দে, হানিফ মোহাম্মদ, অর্থ সম্পাদক মো: জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশিদ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হানিফ আহমদ, সদস্য এডভোকেট মো: আব্দুল্লাহ, হানিফ আহমদ, ইমরান হোসেন বিলাল, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, প্রবাসী ফখরুল ইসলাম,যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্ররাঙ্গন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।