January 5, 2025, 1:47 pm

সংবাদ শিরোনাম

গলাচিপায় মুজিববর্ষের উপহার গৃহ ও ভূমী গ্রহীতা পরিবারের মাঝেঁ মতবিনিময় ও কম্বল বিতরণ!

মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুপয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়ের অক্ষয় রাম নামক স্থানে ১৯ ফেব্রয়ারী শনিবার বিকেল সারে চারটার দিকে করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার শাহ আলম এর সঞ্চালনায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমী প্রাপ্ত পরিবারবর্গের সাথে মতবিনিময় সভা ও কম্বল বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী – ৩ আসনের এমপি এস,এম শাহাজাদা।

 

মতবিনিময় সভা ও কম্বল বিতরণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার, সাধাররণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিট, সহ সভাপতি মুজিবর রহমান প্যাদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম দেলোয়ার হোসেন, সহ চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু সহ অঙ্গ সংগঠনে বিভিন্ন স্তরের নেতা কর্মী প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী বঙ্গবন্ধুের আদর্শিক কৃতি সন্তান আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর মেহনতি মানুষের বেচেঁ থাকার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভূমীহীনদের আজ পূর্ণবাসন করে মাথা গুজার ঠাই করে দিয়েছেন। তার এই অবদান বাংলাদেশর প্রতিটি মানুষ অমৃত্যু স্বরণে রাখবে। তিনি আরো বলেন, এই গৃহ ভূমী আপনাদের, এর দেখে রাখার দ্বায়ীত্বও সকলের। পরে তিনি গৃহ ও ভূমী গ্রহীতাদের মাঝেঁ শীত বস্র কম্বল বিতরণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর