January 5, 2025, 1:32 pm

সংবাদ শিরোনাম

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক খুন ও অন্তত তিনজন আহত হয়েছেন

মোঃ ফারুক মিয়া ফারুক, সিলেট:

সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শুক্রবার সন্ধ্যায়

গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার
রণকেলী রঙাইবিছরা নামক মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক তারিফুর রহমান তারিক (২৬) পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে। তারিফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির ঘটনাস্থলে ছুটে যান। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন। গোলাপগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।আহত হওয়া তিনজন হলেন, একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তার ছোট ভাই পারভেজ আহমদ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রঙাইবিছরা মাঠে ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান তারিক। খেলা চলাকালীন সময়ে মাঠের বাইরে থেকে নিজ এলাকার খেলোয়াড়দের ধমক দিয়ে ভাল খেলতে বলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বি দলের খেলোয়াড়রা ভুল বুঝে বাকবিতন্ডায় জড়ান। পরে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। খেলায় রণকেলী নয়াগ্রাম ফুটবল দল বিজয়ী হয়। খেলা শেষ হওয়ার পর বিপক্ষ দলের কয়েকজন সমর্থক তারিফুর রহমান, সুফিয়ান, পারভেজ ও শাহানুরকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ৮টার দিকে তারিফুর রহমান মারা যান।
Share Button

     এ জাতীয় আরো খবর