ডিটেকটিভ ডেস্কঃঃ
চলতি মাসে আরো ৪৪ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া কোভ্যাক্সের আওতায় আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিউইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বায়োপিক প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
এসময় মন্ত্রী আরো জানিয়েছেন, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ—কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।
উল্লেখ্য, আগামী ৭ আগস্ট ৩২ লাখ টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এরপর সাত দিন বিরতি নিয়ে আবারো এ কার্যক্রম শুরু হবে ১৪ আগস্ট। এর আগে দেশে গত ৭ ফেব্রুয়ারি এ গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
//ইয়াসিন//