ডিটেকটিভ ডেস্কঃঃ
আগামী রোববার থেকে রপ্তানিমুখী সব শিল্পকারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার। এ সময়সীমা শেষ হওয়ার পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হলো কঠোর লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।
৫ আগস্ট পর্যন্ত ২৩ দফা নির্দেশনা দেয়া্ হয়। যার নং নির্দেশনায় বলা ছিল- সব শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। কিন্তু ৪ দিন আগেই নির্দেশনার এই অংশটি শিথিল করা হচ্ছে। খুলে দেয়া হচ্ছে শিল্প কল কারখানা।
//ইয়াসিন//