ডিটেকটিভ ডেস্কঃঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। যাদের ৫ জনের অবস্থা গুরুতর।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বদলীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুর জোহা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাস সেলফি রংপুরের দিকে যাচ্ছিল। সেসময়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল যাত্রীবাহী বাস জোয়ানা। এসময়, দু্টি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায় বাস। এতে ঘটনাস্থলে মারা যান ৬ জন।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ সদস্যরা আহত ১৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খাদে পড়া বাস দুটিকে উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
//ইয়াসিন//