ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ নিশ্চিত করতে না পারলে অক্সফোর্ডের টিকা সংকটে পড়বে বাংলাদেশ। এখন পর্যন্ত অবশিষ্ট থাকা ১২ লাখ টিকা ৭ থেকে ১০ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকা আনার ব্যাপারে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনকে। এরপরই সরবরাহের সংকটে প্রথম ডোজের টিকাদান বন্ধ করার পর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ৩৯ লাখেরও বেশি মানুষ।
বিএসএমএমইউ এর সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সেরাম থেকে আনা ১ কোটি ২ লাখ টিকার মধ্যে অবশিষ্ট আছে মাত্র ১২ লাখ; যা দিয়ে আর ৭ থেকে ১০ দিন চলতে পারে। কিছু কিছু কেন্দ্র মজুদ থাকা টিকা দিয়ে চাহিদা মেটাতে পারলেও অনেক কেন্দ্রই পড়ছে টিকা সংকটে।
শঙ্কা থাকার পরও টিকা পেয়ে স্বস্তি ছিলো অনেকের কন্ঠে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল হাসান জানান, টিকা নিয়ে চিন্তিত স্বাস্থ্য অধিদপ্তরও। প্রথম ডোজের টিকা পাওয়াদের দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যহত আছে।
এদিকে, যারা এখনো টিকা পাননি তাদের শঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
//ইয়াসিন//